দিল্লি বিমানবন্দরে যাত্রীবিহীন একটি বাসে ভয়াবহ আগুন লাগে। মঙ্গলবার দুপুর নাগাদ এই আগুন লাগার খবর পাওয়া গেছে। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩এর বে-৩২ কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা বাসটিতে আগুন লাগে। জানা গেছে, বাসটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক বাসটির থেকে বেরিয়ে আসে। তাই কোনও হতাহতের খবর মেলেনি।
জানা যাচ্ছে, এই ঘটনার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান কয়েক মিটার দূরে দাঁড়িয়ে ছিল। ফলে বেশ বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলা চলে। বাসটিতে কী কারণে আগুন লেগেছে সেই বিষয় কোনও তথ্য পাওয়া যায়নি। এয়ারপোর্ট সূত্রে জানানো হয়েছে যে তারা তাদের কর্মী ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে দায়বদ্ধ। বাসটি যাত্রীদের বিমানের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে হতো। যদিও বাসটি বিমান বন্দর কর্তৃপক্ষ বা বিমান সংস্থার নয়। এয়ারপোর্ট সূত্রে আরও জানানো হয়েছে, বাসটিতে আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Fire
দিল্লি বিমানবন্দরে বাসে আগুন
×
Comments :0