Bus fire in Hyderabad

অন্ধ্রপ্রদেশে বাসে আগুন লেগে মৃত অন্তত ২৫

জাতীয়

শুক্রবার ভোরে কুর্নুল জেলার চিন্নাতেকুরু গ্রামের কাছে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বিলাসবহুল বেসরকারি বাসে আগুন লেগে ২৫ জন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ বেসরকারি স্লিপার কোচ বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর যাওয়ার পথে উলটো পথ দিয়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে যায়।
সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বাইকের সঙ্গে সংঘর্ষে বাসের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি আগুনে পুড়ে যায়। ঘুমন্ত কিছু যাত্রী অনেক দেরিতে বিষয়টি বুঝতে পান। তাদের চিৎকারে বাকিরা জেগে ওঠেন। গাড়িটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। বাসের জানালা দরজা বন্ধ থাকায় অনেকেই ভেতরে আটকা পড়েন। কিছু যাত্রী আহত অবস্থায় ইমারজেন্সি দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে। যদিও ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়। দুর্ঘটনায় আহতদের কয়েকজনকে কুর্নুলের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মতে, দুর্ঘটনার পরপরই চালক এবং বাসের এক কর্মী নিখোঁজ। যদিও স্থানীয় প্রশাসন এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। 
অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া এক যাত্রী বললেন, "পিছনের দরজা ভাঙা ছিল। আমি লাফ দিয়ে বেরিয়ে এসেছিলাম। সকলেই ঘুমিয়ে ছিলেন, যখন বাসে আগুন ধরে যায়। বিশৃঙ্খলা দেখে ঘুম থেকে উঠে দেখি আগুনের শিখা গাড়িটিকে প্রায় গ্রাস করে ফেলেছে।" বাসের পিছনের দরজা দিয়ে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। 
ডিআইজি কোয়া প্রবীণ বলেন, "বাইকের ধাক্কায় আগুন লেগে গেলেও, বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বাসের জ্বালানি ট্যাঙ্ক অক্ষত রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য গাড়িতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাব ছিল। যার ফলে কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো গাড়িটিকে গ্রাস করে ফেলে, ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। জানালা দিয়ে বারোজন যাত্রী পালাতে সক্ষম হয়, যাদের অনেকেই পুড়ে যায়। আবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অন্যরা পুড়ে মারা যায়।"
অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। শোক প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি প্রশাসনকে আহতদের দ্রুত উপযুক্ত চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।
তিনি দুর্ঘটনার বিষয়ে রাজ্যের মুখ্য সচিব কে. রামকৃষ্ণ রাও এবং ডিজিপি বি. শিবধর রেড্ডির সাথে কথা বলে একটি হেল্পলাইন চালু করার পরামর্শ দিয়েছেন। গাদওয়াল জেলা শাসক এবং পুলিশ এসপিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Comments :0

Login to leave a comment