প্রবীণ কৃষকনেতা সামিনেনি রামারাওকে হত্যার কড়া নিন্দা করল সিপিআই(এম) পলিট ব্যুরো। শুক্রবার সকালে তেলেঙ্গানার খাম্মামে রামারাওকে তাঁর গ্রামের বাড়িতে গলার নলি কেটে হত্যা করা হয়। অবিভক্ত অন্ধ্র প্রদেশে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি।
পলিট ব্যুরো বলেছে, পাতারলাপাড়ু গ্রামের বাড়িতে কমরেড রামারাওকে এদিন সকালে কংগ্রেসের দুষ্কৃতীরা আক্রমণ করে। একের পর এক ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে মারা যান তিনি। 
পলিট ব্যুরোর দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করতে হবে রাজ্যের সরকারকে। কমরেড রামারাওয়ের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পলিট ব্যুরো।
Khammam Killing Polit Bureau
খাম্মামে কৃষকনেতাকে হত্যার কড়া নিন্দা পলিট ব্যুরোর
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0