কারুরে ভিড়ের চাপে আহতদের দেখতে হাসপাতালে গেলেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। শনিবার অভিনেতা বিজয়ের দল টিভিকে’র সমাবেশে ভিড়ের চাপে মৃতের সংখ্যা ৪০।
রবিবার বিকেলে হাসপাতালে যান সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য কে বালাকৃষ্ণন, বিধায়ক চিন্নাথুরাই, রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য স্যামুয়েল রাজ প্রমুখ।
রাজ্যের সরকারে আসীন ডিএমকে’র সাংসদ কানিমোঝি এদিন যান আহতদের সঙ্গে কথা বলতে। তিনিও চিকিৎসার খোঁজ নিয়েছেন।
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিটি এদিন ঘটনাস্থলে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদম্ত কমিটির সদস্যরা। রাজ্যের ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিটি গড়েছে।
Karur CPI-M
কারুরে আহতদের দেখতে সিপিআই(এম) নেতৃবৃন্দ, ঘটনাস্থলে তদন্ত কমিটি

×
Comments :0