গোর্খা জনগোষ্ঠীর বিষয় নিয়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগকে ‘ললিপপ’ বলল সিপিআই(এম)। কেন্দ্রের এই সিদ্ধান্তে ‘বিস্ময়’ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রীর চিঠিতে দাবি, রাজ্য সরকারের সঙ্গে কথা না করে গোর্খা জনগোষ্ঠীর সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র। শনিবার পাঠানো চিঠিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী।
দার্জিলিঙ পাহাড়, তরাই এবং ডুয়ার্সে বসবাসকারী গোর্খা জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার জন্য আইপিএস আধিকারিক পঙ্কজ কুমার সিং-কে নিয়োগ করেছে কেন্দ্র।
মমতা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছেন যে প্রশাসন পরিচালনা, শান্তি এবং প্রশাসনিক স্থিতিশীলতার মতো যে বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য এই নিয়োগ, সেসবই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)’র আওতায় পড়ে। জিটিএ রাজ্য সরকারের অধীন।
সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেছেন, ‘‘গোর্খা সম্প্রদায়ের দাবিগুলি নিয়ে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে আলোচনার জন্য ভারতের সরকার কর্তৃক শ্রী পঙ্কজ কুমার সিং-কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা নিছক একটি “ললিপপ” ছাড়া আর কিছুই নয়।’’
সিপিআই(এম) বলেছে, ‘‘এটি আবারও মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা মাত্র। ২০০৯ সাল থেকে বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে আসছে। চতুরতার সঙ্গে নিত্য নতুন উদ্যোগের নাম করে তারা জনগণকে প্রতারিত করছে। বর্তমানে গোর্খাল্যান্ড হোক, কেন্দ্রশাসিত অঞ্চল হোক বা স্থায়ী রাজনৈতিক সমাধান (পিপিএস)— প্রতিটি নির্বাচনে তারা মানুষের আবেগ নিয়ে খেলা করে।’’
দার্জিলিঙ পাহাড় এবং ডুয়ার্সে প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতিকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবি জানিয়েছে বামপন্থীরা। সে বিষয়ে কোনও সাড়াশব্দ নেই কেন্দ্রের। পরিকাঠামো এবং পর্যটনের নামে প্রকৃতি লুটের জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই দায়ী করেছে সিপিআই(এম)।
সিপিআই(এম) বিবৃতিতে বলেছে, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এই সময়ে এবং বড় উৎসবের প্রাক্কালে হঠাৎ এই মধ্যস্থতাকারীর ঘোষণাটি স্পষ্টতই একটি রাজনৈতিক চক্রান্ত। ২০২৬ সালের নির্বাচনের দিকেই নজর রেখে এই “ললিপপ” দেওয়া হয়েছে।
Gorkha Interlocutor CPI-M
গোর্খা আলোচনায় মধ্যস্থতাকারী, মোদীকে চিঠি মমতার, নির্বাচনের ললিপপ, বলল সিপিআই(এম)

×
Comments :0