Singur Nurse cpim

নন্দীগ্রামে সেই নিহত নার্সের বাড়িতে সিপিআই(এম) নেতৃবৃন্দ

জেলা

নন্দীগ্রামের মৃত নার্সের বাড়িতে সিপিআই(এম) নেতৃবৃন্দ। ছবি: রামশঙ্কর চক্রবর্ত্তী

হুগলির সিঙ্গুরে বেসরকারি নার্সিংহোম কর্মরত অবস্থায় নন্দীগ্রামের বাসিন্দা মৃত নার্সের বাড়িতে গিয়ে তাঁর বাবা,মা সহ পরিবারের লোকজনের সাথে কথা বললেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের রায়নগর গ্রামে মৃত নার্সের বাড়িতে যান সিপিআই(এম) নেতা পরিতোষ পট্টনায়েক, মৃন্ময় দাস, অমিতাভ দেবতা সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সিপিআই(এম)'র পক্ষ থেকে।

গত ১৪ আগস্ট সিঙ্গুরের বড়া তেলিয়ারমোড়ের একটি নার্সিংহোমে কর্মরত এক নার্সের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁদের না জানিয়ে চব্বিশ বছরের ওই যুবতী, তাঁদের কন্যার, দেহ সরয়ে ফেলা হয়েছিল। সিঙ্গুর থানার ওসি-র কাছে দেহের ময়না তদন্ত এবং নার্সিং হোমের মালিককে গ্রেপ্তারের দাবি জানয়েছিলেন মৃত যুবতীর বাবা। পরিবারের পাশে দাঁড়িয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি। ছিলেন সিপিআই(এম) কর্মীরাও। ঘটনায় বিক্ষোভ এবং পথ অবরোধ করা হয়। 

Comments :0

Login to leave a comment