North Bengal Floods

ভূমিধস- বন্যায় মৃতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন বেলাকোবায়

জেলা

সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও বন্যায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মানবিক উদ্যোগ নিল সারা ভারত কৃষক সভা। কৃষক সভার জলপাইগুড়ি সদর উত্তর ব্লক কমিটির অন্তর্গত বেলাকোবা অঞ্চল কমিটির পক্ষ থেকে সোমবার বেলাকোবা বাজার এলাকায় মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি নেওয়া হয়।
​এই কর্মসূচিতে অংশ নেন কৃষক সভার জেলা নেতা তপন গাঙ্গুলী, শুভায়ু বল, মোকলেসার রহমান সহ স্থানীয় নেতৃত্ব ও এলাকার বহু সাধারণ মানুষ। ​কৃষক সভার পক্ষ থেকে জেলা নেতা তপন গাঙ্গুলী জানান, প্রাকৃতিক বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন, "এই শোকের সময়ে তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য।" একইসঙ্গে কৃষক সভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের দ্রুত ও পর্যাপ্ত পুনর্বাসনের দাবিও জোরালোভাবে তোলা হয়। কর্মসূচিতে উপস্থিত সকলে নীরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

Comments :0

Login to leave a comment