প্রধানমন্ত্রী নন, স্বয়ং রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত। রবিবার টুইটারে স্পষ্ট ভাষায় একথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত সংসদ ভবন উদ্বোধন করবেন বলে আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। লোকসভার সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নিজেই মোদীর সঙ্গে দেখা করে সংসদ ভবন উদ্বোধনের আমন্ত্রণ জানান।
সুতরাং কেন্দ্রীয় সরকারের ভূমিকার কারণে নতুন সংসদ ভবন তৈরির শুরু থেকে শেষ, এমনকী উদ্বোধন ঘিরেও বিতর্ক অব্যাহত থাকল। হিন্দুত্ববাদের অন্যতম জনক সাভারকরের জন্মদিনে সংসদ ভবমপত উদ্বোধন এবং উদ্বোধকের দায়িত্ব থেকে রাষ্ট্রপ্রধানকে বাদ দেওয়া, দুই প্রশ্নেই তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছে কেন্দ্রের বিজেপি-আরএসএস সরকার। ‘আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষকে দেশের রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে’ বলে শাসক শিবির থেকে দীর্ঘ দিন শোরগোল তোলা হলেও সংসদ ভবন উদ্বোধনের দায়িত্ব থেকে তাঁকে এভাবে সরিয়ে রাখা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
মোদী-আমলে বিপুল খরচে নয়া সংসদ ভবন নির্মাণের গোড়া থেকেই দফায় দফায় জোরালো বিতর্ক চলছে দেশে। করোনা মহামারী চলাকালীন অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের অভাবে যখন হাজার হাজার ভারতীয় অসহায়ভাবে মারা যাচ্ছেন, তখন সংসদ ভবন প্রকল্পে অকাতরে টাকা ঢালতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। অথচ শুধুমাত্র টাকার অভাবে করোনা চিকিৎসার ব্যবস্থাপনা, এমনকী মৃতদের শেষকৃত্যের বেহাল দশাও বেআব্রু হয়ে গিয়েছিল সবার সামনে। উঠেছিল নির্বিচারে রাজধানীর পরিবেশ ধ্বংসের অভিযোগও। অন্তত মহামারীর মৃত্যুমিছিলের সময়ে সংসদ ভবন নির্মাণের ‘মহা-যজ্ঞ’ বন্ধ রাখতে দাবি তুলেছিলেন বিরোধীরা। কিন্তু মোদী ছিলেন নির্বিকার। তাঁর এই অতি-তৎপরতায় প্রশ্ন ওঠে, সম্ভবত ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগেই এই ভবন উদ্বোধন করে ভারতের ইতিহাসে নিজের ‘অনন্যসাধারণ প্রতিভা’র স্বাক্ষর রেখে যেতে মরিয়া হয়ে উঠেছেন মোদী!
এর পরে হিন্দুত্ববাদের অন্যতম জনক সাভারকরের জন্মবার্ষিকী ২৮ মে’তে নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন নির্ধারিত হওয়াও বিরূপ সমালোচনা চলছে দেশ জুড়ে। শেষ পর্যন্ত দেখা গেল, নতুন ভবন উদ্বোধনের দায়িত্বটিও অন্য কারও উপর ছাড়তে রাজি নন প্রধানমন্ত্রী মোদী। সংবিধান অনুযায়ী ভারতীয় সংসদের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরই এই দায়িত্ব পালন করার কথা। তাই ‘উদ্বোধক’ হিসেবে মোদীর নাম প্রকাশিত হওয়ায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দেশে।
গত ক’দিন ধরে অধিকাংশ বিরোধী নেতা স্পষ্টতই ‘উদ্বোধক’ হিসেবে মোদীর নামের জোরালো বিরোধিতা করে চলেছেন। রবিবার সেই তালিকায় নাম জুড়ল রাহুল গান্ধীর। বিজেপি-বাহিনীকে একেবারে গো-হারান হারিয়ে অতি সম্প্রতি কর্নাটক বিধানসভায় কংগ্রেসের বিপুল জয়ের পরে রাহুলের কথার বাড়তি মাত্রা রয়েছে রাজনৈতিক মহলে। এদিন তিনি টুইটারে সাফ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নন, স্বয়ং রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত।’’
দেশের সংসদীয় রাজনীতিতে বহু দিনের পরিচিত মুখ তথা কংগ্রেস নেতা আনন্দ শর্মাও এদিন পরপর একগুচ্ছ টুইটে বলেন, ‘‘প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন! কাজটা সাংবিধানিকভাবেও সঠিক হবে না। কোনও বৃহৎ গণতান্ত্রিক দেশে এমন হয় না। তা ব্রিটিশ সংসদ ওয়েস্টমিনস্টারই হোক অথবা মার্কিন সংসদ ক্যাপিটল হিল।’’ তাঁর বক্তব্য, ‘‘ভারতের সাংবিধানিক গণতন্ত্রের রক্ষক এবং গর্ব হলো সংসদ। ভারতীয় জনগণের সার্বভৌমত্ব সংসদের উপরেই অর্পিত। তাই সংসদের গরিমা কোনওভাবেই ম্লান হতে দেওয়া যায় না। সংবিধানের ৭৯ নম্বর ধারার স্পষ্ট নির্দেশ, রাজ্যসভা ও লোকসভা মিলে ভারতীয় সংসদের প্রধান হলেন রাষ্ট্রপতি। আবার ৮৫ নম্বর ধারায় বলা রয়েছে, সংসদের অধিবেশন ডাকার অধিকারী একমাত্র রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শুধুমাত্র লোকসভার নেতা। সুতরাং সংবিধানের প্রতি সম্মান থাকলে রাষ্ট্রপতিকেই সংসদ ভবন উদ্বোধন করতে দেওয়া উচিত।’’
সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, ‘‘রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেই নতুন সংসদ ভবন উদ্বোধন করতে দেওয়া উচিত। আমাদের ভাবমূর্তি-বিলাসী এবং ক্যামেরা-প্রিয় প্রধানমন্ত্রীর কাছে আসলে সৌজন্য, ভদ্রতা, বিধিনিয়ম ইত্যাদির কোনও গুরুত্বই নেই!’’ আরজেডি নেতা মনোজ ঝা আগেই বলেছেন, ‘‘মাননীয় রাষ্ট্রপতি নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন না? তাহলে ‘জয় হিন্দ’ বলে আমিও বিদায় নেব।’’ এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, ‘‘করদাতাদের টাকায় নতুন সংসদ ভবন বানানো হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর হাবভাব যেন তাঁর মিত্রদের টাকায় তৈরি!’’
পাশাপাশি দেশের স্বাধীনতা আন্দোলনের শীর্ষনেতাদের বাদ দিয়ে ব্রিটিশ শাসকের কাছে মুচলেকা-দানকারী হিন্দুত্ববাদী বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিনটিকে নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য বেছে নেওয়ায় তীব্র নিন্দার মুখে পড়েছে মোদী সরকার। প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে ‘দেশের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের প্রতি চরম অপমান’ বলে অভিহিত করেছে। —পিটিআই
Central Vista
রাষ্ট্রপতির বদলে মোদী কেন উদ্বোধন করবেন নয়া সংসদ ভবন, উঠল প্রশ্ন
×
Comments :0