SFI DYFI

ধর্মতলায় ছাত্র-যুব সমাবেশ, শিক্ষা-কাজের দাবিতে সরব নবীন প্রজন্ম

রাজ্য কলকাতা

SFI DYFI সমাবেশ অভিমুখে মিছিল শুক্রবার।

প্রতীম দে ও সৌরভ গোস্বামী

দাঙ্গাবাজ এবং দুর্নীতিবাজ, দুই অন্যায়ের প্রতিবাদে ধর্মতলায় সমাবেশ করছেন ছাত্র-যুবরা। শুক্রবার ধর্মতলায় এই সমাবেশের ডাক দিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মতলায় আসছেন ছাত্র-যুবরা। সমাবেশে এসএফআই এবং ডিওয়াইএফআই নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখবেন। 

শিক্ষা ও কাজের অধিকার বুঝে নিতে এই সমাবেশ। এসএফআই এবং ডিওয়াইএফআই বলেছে, কেন্দ্রে বিজেপি সরকার বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। নরেন্দ্র মোদীর ৯ বছরে বেকারির হার এখন স্বাধীনতার পর সবচেয়ে উঁচু স্তরে রয়েছে টানা। আর রাজ্যের মমতা ব্যানার্জির সরকার ব্যস্ত দুর্নীতিতে। কাজ এবং শিক্ষার ব্যবস্থা করার চেষ্টাই নেই। 

এই সমাবেশে শিক্ষা এবং কাজের দাবিতে সরব ছাত্র যুবরা।   

Comments :0

Login to leave a comment