Birbhum

জেসিবি'র সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন সিপিআই(এম) কাউন্সিলর, গলা ধাক্কা পুলিশের

রাজ্য জেলা

জেসিবি মেসিনের সামনে রুখে দাঁড়ালেন সিপিআই(এম) কাউন্সিলর। রাজ্য সরকারের 'উচ্ছেদ' অভিযানের নামে গরিবের রুটি রুজির উপর আঘাতের বিরুদ্ধে বুক চিতিয়ে প্রতিবাদে সামিল হলেন। পরিণাম, বিশাল পুলিশ  বাহিনীর গলা ধাক্কা, চূড়ান্ত হেনস্থার শিকার হলেন রামপুরহাট শহরের একমাত্র সিপিআই(এম) কাউন্সিলর সঞ্জীব মল্লিক। এদিন সকালে শহরের ১৭ নং ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে নামে পৌরসভা। রাতে নামমাত্র মাইক ফুঁকে দিনের আলো ফুটতেই মেশিনের আঘাত নেমে আসে পরপর দোকানে। ছুটে যান সিপিআই(এম) কাউন্সিলর। জেসিবি মেশিনের সামনে বুক আগলে রুখে দাঁড়ান। শুরু করে বচসা। পৌরসভার কর্তাদের চোখে চোখ রেখে নাছোর মনোভাব নিয়ে উচ্ছেদ রুখতে মরিয়া হয়ে ওঠেন কাউন্সিলর সঞ্জীব মল্লিক। অগত্যা আসতে হয় বিরাট পুলিশ বাহিনী। কাউন্সিলরের পক্ষ নেন এলাকার বহু ছোট,ক্ষুদ্র দোকানদারেরা। এরপরই রীতিমাফিক পুলিশ তার নিজের চেহারা নেয়। গলা ধাক্কা দিতে দিতে এলাকা থেকে কাউন্সিলরকে সরাতে উদ্যত হয়।  করা হয় চূড়ান্ত হেনস্থা। 'দখলমুক্তি'র নামে গরিবের রুটি রুজির ভরসাস্থল উপরে দিতে মরিয়া রাজ্য। বুধবারের পর বৃহস্পতিবারও দিকে দিকে জেসিবি মেশিন নামিয়ে উপরে ফেলা হচ্ছে রাস্তার দুধারের দোকানপাট, ঝুপড়ি। হা-হুতাশ করছেন গরিবেরা।

Comments :0

Login to leave a comment