I LEAGUE

আই লীগে ডেম্পোর মুখোমুখি চার্চিল

খেলা

DEMPO VS CHURCHILL I LEAGUE

বুধবার আইলীগে ডেম্পোর বিরুদ্ধে নামবে চার্চিল ব্রাদার্স। গোয়ান এই ডার্বি শুরু হবে বিকেল ৪:৩০টেয়। মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে। এখনো পর্যন্ত ১৮বারের মুখোমুখি সাক্ষাতে ডেম্পো এগিয়ে রয়েছে ১০বার । ৪বার জিতেছে চার্চিল। বর্তমানে ১৮ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চার্চিল। সমসংখ্যক ম্যাচে ২২পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ডেম্পো। চার্চিলের লক্ষ্য আইলীগ জিতে আগামী মরশুমে আইএসএলে আসা । সেই লক্ষ্যপূরণে ডেম্পো বাধা কাটাতে মরিয়া রিচার্ড কোস্টা , লুইজ মোরেনোর দল। 

Comments :0

Login to leave a comment