DKS Clubs new sports wing inauguration

দক্ষিণ কলকাতার ক্লাবের অনুষ্ঠানে একসঙ্গে আসছেন সৌরভ - লিয়েন্ডার

খেলা

DKS Clubs new sports wing inauguration

কলকাতার বুকে একই মঞ্চে এবার দেখা মিলবে সৌরভ ও লিয়েন্ডারের। ভারতীয় ক্রীড়াজগতের দুই রত্ন DKS ( দক্ষিণ কলকাতা সংসদ ) ক্লাবের নতুন স্পোর্টস উইংয়ের উদ্বোধনে আসবেন। এই ক্লাবের প্রাক্তন খেলোয়াড় সৌরভ এবং লিয়েন্ডারও পূর্বে এই ক্লাবের অনেক অনুষ্ঠানে এসে এর শোভা বৃদ্ধি করেছেন। ক্লাবের নতুন এই স্পোর্টস উইংয়ে থাকতে চলেছে জিম , স্যালন , কনফারেন্স হল ইত্যাদি। দক্ষিণ কোলকাতার এই ক্লাবটি আগামী ৩বছরের মধ্যে ১০০ বছরে পদার্পন করতে চলেছে। সেই উপলক্ষ্যে আরো জমজমাট অনুষ্ঠান আয়োজনের নকশাও তৈরী রয়েছে ক্লাব কতৃপক্ষের কাছে।  

Comments :0

Login to leave a comment