আজ সকালে প্রথম দফার ভোট চলাকালীন মণিপুরের একটি বুথের কাছে গুলি চলে। অনলাইনে ছড়িয়ে পড় ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পরপর দুটি গুলির শব্দ শোনার সাথে সাথে হট্টগোল ও লোকজন চিৎকার করছে।
ভিডিওটি ক্যামেরাবন্দীকারী ব্যক্তি একটি দরজার পিছনে লুকানোর জন্য হাঁসফাঁস করছিলেন। গুলি থামার আগে ১০ সেকেন্ড ধরে দ্রুত গুলি বিনিময় চলতে থাকে।
মণিপুরের দুটি আসন ইনার মণিপুর ও আউটার মণিপুরের মধ্যে কোনটিতে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট নয়। ২০১৯ সালের নির্বাচনে ইনার আসনটি বিজেপির থৌনাওজাম বসন্ত কুমার সিং জিতেছিলেন।
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি গত বছরের মে মাস থেকে মাঝেমাঝেই জাতিগত হিংসা প্রত্যক্ষ করছে। জাতিগত সংঘর্ষে ২০০ জনেরও বেশি লোক নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এখানে।
ফলে রাজ্যে দু’দফার ভোটের প্রথমটিকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হেছে। আউটার মণিপুরের ২৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫টিতে ভোট হবে ২৬ এপ্রিল।
General Election 2024
মণিপুরে ভোট গ্রহণ কেন্দ্রে চলল গুলি
×
Comments :0