Delhi pollution

দূষণ-ধোঁয়ায় ঢেকেছে দিল্লি, তালিকায় অষ্টমে কলকাতা

জাতীয় রাজ্য

দীপাবলি উৎসবের পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে কমেছে বায়ুর মান। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দীপাবলির রাতে ফেটেছে দেদার বাজি। যার জেরে বুধবারও ধোঁয়াশায় ঢাকা থাকলো দিল্লির সহ সংলগ্ন বিভিন্ন অঞ্চলের আকাশ। দিল্লির পাশাপাশি বায়ুদূষণের পরীক্ষায় দূষিত শহরগুলির তালিকায় রয়েছে কলকাতাও।
খড় পোড়ানোর পাশাপাশি অন্যান্য কৃষিজ বজ্রপদার্থ পোড়ানোর জন্য শীতকালে দিল্লির বায়ুতে দূষণের মাত্রা এমনিই বেশি থাকে। তার সাথে দীপাবলিতে অতিরিক্ত বাজির ধোয়ার কারণে পূর্ববর্তী বছরগুলির তুলনায় এবছর বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে বায়ুর মান। বাতাসের গুনমান ৫০০ সীমা অতিক্রম করে গেছে, যা গুরুতর বলে মনে করছেন পরিবেশবিদরা। দীপাবলি উৎসবের আগেই সুপ্রিম কোর্ট পরিবেশের জন্য ক্ষতিকর আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়াও রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর উপরই ছাড় দিয়েছিলো কোর্ট। এরপরেও নিয়ম ভেঙে দিল্লি ও তার পার্শবর্তী এলাকা সহ বিভিন্ন রাজ্যে দেদার ফেটেছে আতশবাজি। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একই চিত্র দেখা গেছে। বায়ু দূষণে দূষিত শহরগুলির তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। এরপরই তালিকায় রয়েছে হরিয়ানা ও পাঞ্জাব এবং অষ্টম স্থানে রয়েছে কলকাতা।

Comments :0

Login to leave a comment