গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৮২ আসনের গুজরাটে ভোটগ্রহণ হবে দুই দফায়।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, গুজরাটে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ৫ ডিসেম্বর।
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। বাকি ৯৩ টি আসনে ৫ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। ভোট গণনা ৮ ডিসেম্বর।
এদিন গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবারের নির্বাচনে ১ হাজার ২৭৪ টি বুথ সম্পূর্ণভাব পরিচালনা করবেন মহিলারা। ৫০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং-র সুবিধা থাকবে। ৩৩টি পোলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন কম বয়সী নির্বাচনী আধিকারিকরা। গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য মোতায়েন করা হচ্ছে একজন করে স্পেশাল অবজার্ভার।
এদিন কমিশনের তরফে জানানো হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর ও ১৭ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৭ এবং ২১ নভেম্বর। ৫ কোটির বেশি ভোটার রয়েছে গুজরাটে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ৫৩ লক্ষ ৩৬ হাজার ৬১০ জন। মহিলা ভোটারের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৫১ হাজার ৭৩৮ জন। নতুন ভোটার ১১ লক্ষ ৬২ হাজার ৫২৮ জন। ৪ লক্ষ ৬১ হাজার ভোটার এবারের নির্বাচনে নিজেদের প্রথম ভোট দেবেন। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে যেসব প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকবে তাঁদেরকে অন্তত সোশ্যাল মিডিয়াতে মামলার কারণ ভোটারদের জানাতে হবে।
২০১৭-র বিধানসভা ভোটে গুজরাটে ৯৯টি আসনে জিতে টানা পঞ্চম বারের ক্ষমতায় এসেছিল বিজেপি। সেবার ৭৭টি আসন পায় কংগ্রেস।
Comments :0