মহিলা বিশ্বকাপ জয়ী দু’ই ক্রিকেটার রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের সমস্ত সদস্য ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি সমর্থকদের পক্ষ থেকে ইতিমধ্যেই দু’জনকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। ক্লাব জানিয়েছে রিচা ও দীপ্তির সুবিধা অনুযায়ী তাঁদের সংবর্ধনা জানানো হবে।
রিচা উত্তরবঙ্গের মেয়ে। জাতীয় দলে বাংলার বর্তমান প্রতিনিধি। দীপ্তি ২০১৭ সালের পরে বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন। বিশ্বকাপে ভারতের জয়ে এঁদের অবদান বিশাল। ইস্টবেঙ্গল ক্লাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইস্টবেঙ্গল ক্লাব সবসময়ই এমন ক্রীড়া প্রতিভাদের সম্মান জানায়, যাঁরা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। রিচা ও দীপ্তি শুধু ভারতীয় ক্রিকেটকেই গৌরবান্বিত লরেননি, তাঁরা দেশের ক্রীড়া মনোবল ও অধ্যাবসায়ের প্রতীক’। ক্লাবের তরফ থেকে শীঘ্রই সংবর্ধনার সময় ও তারিখ জানানো হবে।
East Bengal Club to felicitated two Women's World Cup winner
রিচা, দীপ্তিকে সম্মান জানাবে ইস্টবেঙ্গল
×
Comments :0