Weather

উত্তরে টানা বৃষ্টি, দক্ষিণে হালকা থেকে মাঝারি, চলবে বৃষ্টি

রাজ্য

চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। শেষ ৩-৪ দিন মূলত আবহাওয়া শুস্কই ছিল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ভিজবে দক্ষিণের জেলাগুলিও।

সোমবার ও মঙ্গলবার দক্ষিনের জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। বঙ্গোপসাগরের উপর আপাতত কোনও নিম্নচাপ অঞ্চল নেই। চলতি সপ্তাহে নিম্নচাপ তৈরী হবার মত পরিস্থিতিও নেই। তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। তার ফলেই রাজ্যের নানা প্রান্তে বৃষ্টির অনুকূল পরিস্থিতি, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাত হবে। 

উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোটা সপ্তাহজুড়েই। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার ও কালিংপঙ জেলায় বৃষ্টি বেশি হবে সোম ও মঙ্গলবার। দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহারেও চলবে টানা বৃষ্টি। উত্তরের বাকি জেলা গুলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন