AFC Challenge League

যুবভারতীতে হার ইস্টবেঙ্গলের

খেলা

Eastbengal-vs Arkadag

 


 

ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় আর্কাদাগ। গোল করেন গুর্বানভ।  ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও অসংখ্য ব্যাকপাসের কারণে চোখে লাগছে না খেলা। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র ভাল পারফরমেন্স করছিলেন মেসি বাউলি।

 

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা জুড়েই খেলল ইস্টবেঙ্গলই। বিষ্ণুকে নামানোর পর আক্রমনের ঝাঁঝ বাড়লেও গোলমুখ খুলতে ব্যর্থ হলেন সাউল ক্রেস্পোরা। প্রথম লেগে ১-০ গোলের ক্ষীণ এডভ্যান্তেজ হলেও ফিরতি লেগে ফেভারিট আর্কাদাগই। কারণ প্রায় ৫ডিগ্রি তাপমাত্রায় খেলতে হবে অস্কার ব্রিগেডকে আগামী বুধবার ।

 

 

Comments :0

Login to leave a comment