Indian Super League

ইস্টবেঙ্গলের সামনে সুনীল ব্রিগেড

খেলা

Eastbengal-vs-Bengaluru-FC-Indian-Super-League

রবিবার আইএসএলে ইস্টবেঙ্গলের সামনে বেঙ্গালুরু এফসি। খেলা শুরু হবে সন্ধ্যা ৭: ৩০টায়। সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে রবিবার জিততেই হবে ইস্টবেঙ্গলকে। গত ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছিল অস্কার ব্রিগেড। তবে। রবিবার কঠিন বাধা ইস্টবেঙ্গলের সামনে । মেসি বাউলি গত একক দক্ষতায় একটি দুর্দান্ত গোল করেছিলেন। তাই গোলের জন্য তার দিকেই তাকিয়ে থাকবে লাল হলুদ জনতা। বেঙ্গালুরু দল যদিও সুপার সিক্স পাকা করে ফেলেছে। তবুও রবিবার ৩ পয়েন্টের লক্ষ্যেই নামবে বেঙ্গালুরু এফসি। মোট ১৯ বারের মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গলের জয়ের সংখ্যা ১০টি এবং বেঙ্গালুরুর ৮টি। তবে আইএসএলে অবশ্য ৯ বারের সাক্ষাতে দুই দলেরই জয়ের সংখ্যা ৪টি । ড্র হয়েছে একটি ম্যাচ। ফলে রবিবার দশমতম ম্যাচে দুই দলই চাইবে জিততে। এই ম্যাচে জয় পেলে ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকবে। শেষ ম্যাচে শিলংয়ে নর্থইস্টকে হারাতে পারলেও সুপার সিক্স নিশ্চিত হবেনা। তাদের তাকিয়ে থাকতে হবে ওড়িশা ও মুম্বইয়ের দিকেও।

Comments :0

Login to leave a comment