FIFA CLUB WORLD CUP

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

খেলা

চেলসি এফসি অফিসিয়াল ফেসবুক পেজ

মঙ্গলবার রাত ১২:৩০টায় ( বুধবার ) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নেমেছিল চেলসি ও ফ্লুমিনেন্স। ২-০ গোলে ব্রাজিলের ফ্লুমিনেন্সকে হারিয়ে ফিনলে জায়গা করে নিয়েছে চেলসি। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান জোয়াও পেড্রো। যিনি এই ফ্লুমিনেন্সেরই প্রাক্তন খেলোয়াড়। এই প্রতিযোগিতায় সব বড় দলকে চমকে দিচ্ছিল ব্রাজিলের এই দলটি। তবে চেলসির সামনেই  সমস্ত জারিজুরি শেষ হয়েগেল দলটার। বক্সের বাইরে থেকে ১৮মিনিটের মাথায় পেড্রোর করা প্রথম গোলটি যেন হতচকিত করে দিয়েছিল গোলরক্ষক ফ্যাবিওকে। দ্বিতীয় গোলটি আসে একটি প্রতিআক্রমণ থেকে। ফ্লুমিনেন্স দলে ছিলেন বছর ৪০-র ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা। তিনি আবার চেলসির প্রাক্তন খেলোয়াড়। ফাইনালে জায়গা করে নিয়ে কোচ এঞ্জো মারেস্কার লক্ষ্য দ্বিতীয়বার এই ট্রফি জেতা। বুধবার রাত ১২:৩০টায় মেটলাইফ স্টেডিয়ামে ( বৃহস্পতিবার ) দ্বিতীয় সেমির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি ও রিয়াল মাদ্রিদ।  

Comments :0

Login to leave a comment