জয়পুরে ভেঙে পড়া বাড়িতে মৃত বাবা ও তার কন্যা গিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। জয়পুরের একটি গয়না তৈরির কারখানায় কাজ করতেন বছর পঁয়ত্রিশের প্রভাত। মৃত্যু হয়েছে মেয়ে পাঁচ বছরের পিহুর। জয়পুরের অসামরিক প্রতিরক্ষা বিভাগের সহকারী নিয়ন্ত্রক অমিত শর্মা জানিয়েছেন ভেঙে পড়া বাড়ির স্তূপে আটকে ছিলেন আরও ৭ বাসিন্দা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চলছে চিকিৎসা। জীর্ণ বাড়িটিতে ১৯ জন থাকতেন।
জয়পুর সহ রাজস্থানের বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি চলছে। কোটায় বাজ পড়ে এক কৃষকেরও মৃত্যু হয়েছে। ভিলোয়ারায় একাধিক বসত এলাকায় জল ঢুকে গিয়েছে ঘরের ভেতর। আজমের, উদয়পুর, ভিলওয়ারার মতো একাধিক জেলায় বন্ধ রয়েছে স্কুল।
জয়পুরের সুভাষ চক এলাকার ওই বাড়ির এক বাসিন্দা সুভাষ সংবাদসংস্থাকে জানিয়েছেন যে রাতে একটি অংশ ভেঙে পড়ে। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় সবার।
Jaipur House Collapse
জয়পুরে বাড়ি ভেঙে শিশুকন্যা সহ মৃত্যু বাংলার শ্রমিকের

×
মন্তব্যসমূহ :0