GOUTAM HALDER DIED

পরিচালক গৌতম হালদার প্রয়াত

রাজ্য

পরিচালক গৌতম হালদার প্রয়াত হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

সিনেমা পরিচালনার পাশাপাশি নাট্য নির্দেশকও ছিলেন তিনি। তাঁর ছবি ‘ভালো থেক’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। ২০১৯-এ তাঁর ‘নির্বাণ’ ছবিতে অভিনয় করেছিলেন রাখী গুলজার। 

গৌতম হালদারের প্রয়াণে শোক জানিয়েছেন শিল্পীরা। শোকার্ত চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বহুজন। ‘রাঙা মাটির পথ’ ও ‘ডাক দিয়ে যায়’ দুই ছবিতেই পরিচালক প্রয়াত তরুণ মজুমদারের সহকারি হিসাবে কাজ করেছেন তিনি। এই দুই ছবিতে রাজ্যের বামপন্থী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল।

Comments :0

Login to leave a comment