Accident on Pune Nashik Highway

পুনে-নাসিক হাইওয়েতে দুর্ঘটনায় নিহত ৯

জাতীয়

পুনে-নাসিক হাইওয়েতে ভয়াভয় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্রি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নারায়ণগাঁও শহরের কাছে পুনে-নাসিক মহাসড়কে।
পুলিশ সূ্ত্রে পাওয়া খররে জানা গেছে, বাস এবং মিনিভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। একটি চলন্ত মিনিভ্যানকে ধাক্কা মারে একটি টেম্পো। পরে টেম্পোটি একটি বাসকে ধাক্কা মারে। পরপর ধাক্কায় মৃত্যু হয়েছে মিনিভ্যানে থাকা ন'জন যাত্রীর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে ওই পুণে-নাসিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
পুনে গ্রামীণ পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এদিন সকাল দশটা নাদাগ মিনিভ্যানটি নারায়ণগাঁওয়ের দিকে যাচ্ছিল,  ঠিক তখনই একটি টেম্পো পেছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়, যার ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ফাকা বাসে ধাক্কা লাগে। মিনিভ্যানের নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন ঘটনাস্থলে। নিহতদের মধ্যে চারজন মহিলা একটি শিশুও রয়েছে। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
ঘটনায় শোক প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এদিন এক্স পোস্টে লেখে লিখেছেন,  ‘‘পুনে-নাসিক মহাসড়কের নারায়ণগাঁওয়ের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি তাদের পরিবারের প্রতি  সমবেদনা জানাচ্ছি।’’  নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও তিনি বলেছেন।

Comments :0

Login to leave a comment