Ganashakti 59

লড়াইয়ে পথে জনতার কথা তুলে ধরছে ’গণশক্তি’: লাহিড়ী

রাজ্য

গণশক্তির ৫৯ তম বার্ষিকীতে বলছেন শমীক লাহিড়ী।

সংবাদমাধ্যমের মালিকানা থাকবে বুর্জোয়াদের হাতে সেখানে শ্রমিক, কৃষকের কথা থাকবে তা হয় না। এই মুহূর্তে মানুষের কথা বলার জন্য মানুষের কাগজ দরকার। গণশক্তি মানুষের কথা তুলে ধরে।
‘গণশক্তি’ পত্রিকার ৫৯ বার্ষিকী পালন অনুষ্ঠানে একথা বলেছেন পত্রিকার সম্পাদক শমীক লাহিড়ী। 
তিনি বলেন, ৫৮ বছর অনেক ঝড় ঝাপটা মোকাবিলা করে 'গণশক্তি' জারি রেখেছে লড়াই। স্বাধীনতার পরও মেহনতি মানুষের কথা বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছে। এই ধারা বহন করে ১৯৬৭ সালে ‘গণশক্তি’ সান্ধ্য পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। তারপর দৈনিক। 
লাহিড়ী বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। কিন্তু এই স্তম্ভকে বার বার নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। যেই  অকুত ভয় নিয়ে গণশক্তি কাজ করে আসছে, সোচ্চার বলেছে তারা মেহনতি মানুষের পক্ষে আর এই মতাদর্শ আক্রমণ মোকাবিলা করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। 
কর্মীরা আক্রান্ত হয়েছেন কিন্তু মতাদর্শ থেকে তারা সরে আসেনি। যারা এই পত্রিকা শুরু করেছিলেন তাঁরা সকলে নেই। বহু কর্মীর আত্মত্যাগ, নিঃস্বার্থ কাজের বিনিময়ে ‘গণশক্তি’ চালু রয়েছে।
লাহিড়ী বলেন, মানুষের সমর্থন আছে বলেই গণশক্তি যাত্রা শুরু করতে পেরেছিল আর এগিয়ে চলেছে। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ‘গণশক্তি’ এগিয়ে চলেছে। 
আজকের দিনে টিকে থাকতে গেলে বিজ্ঞাপন দরকার। বিজ্ঞাপনদাতারা চান তাঁদের হয়ে খবর করার। কিন্তু ‘গণশক্তি’ তাদের কাছে মাথা ঝুঁকাবে না। অনেক পাঠক আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেযন, তার জন্য আমরা কৃতজ্ঞ। 
লাহিড়ী বলেন, শুধুমাত্র ই পেপার নয়, তার সাথে রয়েছে ‘গণশক্তি অনলাইন’। প্রতি মুহূর্তে ঘণ্টায় গণশক্তি অনলাইন পাঠকদের কাছে খবর পৌঁছে দিতে চেষ্টা চালাচ্ছে। 
আজকেও অনেকে গণশক্তি র দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Comments :0

Login to leave a comment