NewsClick

সরকারি সাক্ষী হবার আবেদন নিউজক্লিকের অধিকর্তার

জাতীয়

BJP TMC CPIM CONGRESS WOMENS RESERVATION BILL SITARAM YECHURY RAHUL GANDHI AMIT SHAH BENGALI NEWS

নিউজক্লিকের অধিকর্তা অমিত চক্রবর্তী সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-র অধীনে দায়ের করা মামলায় সরকারি সাক্ষী হওয়ার অনুমতি চেয়ে দিল্লির একটি আদালতে আবেদন করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিশেষ বিচারক হরদীপ কৌরের কাছে আবেদন করেন তিনি এবং দাবি করেন যে তাঁর কাছে কিছু তথ্য রয়েছে যা তিনি দিল্লি পুলিশের কাছে প্রকাশ করতে ইচ্ছুক।
চক্রবর্তীর বয়ান রেকর্ড করার জন্য বিচারক বিষয়টি ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছেন।
গত ১ অক্টোবর ইউএপিএ মামলায় অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে চক্রবর্তী ও নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর আগে সংস্থাটির তহবিলের উৎস অনুসন্ধানের জন্য সংস্থার অফিসে অভিযান চালিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সিগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের বিশেষ সেল তল্লাশি চালায়।

গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিউজক্লিক আমেরিকান কোটিপতি নেভিল রায় সিংহমের কাছ থেকে প্রায় ৩৮ কোটি টাকার তহবিল পেয়েছে, যার বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রচার শাখার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে।

Comments :0

Login to leave a comment