হরিয়ানার নুহতে বিশ্ব হিন্দু পরিষদের একটি ধর্মীয় মিছিলের সময় সোমবার সাম্প্রদায়িক সংঘর্ষের পরে হরিয়ানা পুলিশ এখনো পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় ৪১টি এফআইআর নথিভুক্ত করেছে। হরিয়ানার নুহ থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষে দুই হোম গার্ড, তিনজন বেসামরিক এবং একজন ইমাম সহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।
এদিকে মঙ্গলবার রাতে গুরুগ্রামে নতুন করে হিংসা রাজধানী দিল্লিকে সতর্ক করে দিয়েছে। এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বুধবার (২ আগস্ট) গুরুগ্রামের সোহনা মহকুমার সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Haryana communal violence
হরিয়ানা হিংসায় গ্রেপ্তার ১১৬
×
Comments :0