Weather

উত্তরে ভারী বৃষ্টি, আর্দ্রতা জনিত অস্বস্তি দক্ষিণের জেলা গুলিতে

রাজ্য কলকাতা

নিম্নচাপ ছত্তিশগড়ে দুর্বল হয়ে পড়লেও তার প্রভাবে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে। উত্তরের জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে এরাজ্যে তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলেছে।

দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিংপঙ আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরে মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি। দক্ষিনবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার থেকে দক্ষিণের জেলা গুলিতে কমবে বৃষ্টি। কিন্তু থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে এই অস্বস্তি থাকবে। 
 

Comments :0

Login to leave a comment