Homage to Comrade K M Tiwari

প্রয়াত কমরেড কে এম তিওয়ারি, শ্রদ্ধা পলিটব্যুরোর

জাতীয়

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিল্লি রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড কে এম তিওয়ারির প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। পলিটব্যুরো শোকবার্তায় জানিয়েছে, ‘‘গত কয়েক মাস ধরে সাহসিকতার সাথে ক্যান্সারের সাথে লড়াই করার পরে আজ সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল সত্তর বছর। ট্রেড ইউনিয়ন নেতা তিওয়ারি গাজিয়াবাদ-সাহিবাবাদ শিল্পাঞ্চলে কর্মরত ছিলেন। তিনি সিআইটিইউর দিল্লি রাজ্য সম্পাদক হয়েছিলেন এবং বহু বছর ধরে এর সাধারণ কাউন্সিল ও কার্যনির্বাহী কমিটিতেও ছিলেন’’।
১৯৭৭ সালে পার্টিতে যোগ দেন তিওয়ারি ১৯৮৮ সালে দলের দিল্লি রাজ্য কমিটিতে, ১৯৯১ সালে এর সম্পাদকমন্ডলীতে এবং ২০১৮ সালে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকাকালীন তিনি তিন মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন এবং তিন বছর নয় মাস আত্মগোপনে থাকতে হয়েছিল তাকে। ‘‘ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর পলিট ব্যুরো তাঁর স্মৃতিতে লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে’’, শোকজ্ঞাপন করেছে পলিটব্যুরো।

Comments :0

Login to leave a comment