১৯ মাস ধরে হিংসা ও বিশৃঙ্খলায় জর্জরিত মণিপুরে অবিলম্বে হস্তক্ষেপের দাবিতে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী ইন্ডিয়া ব্লক সোমবার বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। বিরোধীরা সরকারের ‘অপরাধমূলক উদাসীনতা’ এবং উত্তর-পূর্বের এই রাজ্যে সাংবিধানিক অধিকার রক্ষায় ব্যর্থতার তীব্র সমালোচনা করেছে। বিক্ষোভকারী সাংসদরা ব্যাপক তোলাবাজি, ওষুধের অপ্রতুলতা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে সংকট জর্জরিত রাষ্ট্রযন্ত্রের নিন্দা করেছেন। তাঁদের অভিযোগ, বিজেপি সরকার মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে জীবন ও সম্পত্তির অধিকারের প্রতি চোখ বন্ধ করে রেখেছে এবং যুব ও প্রান্তিক জনগোষ্ঠীকে হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে।
মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে এবং রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মণিপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছে ইন্ডিয়া ব্লক। তাঁর তত্ত্বাবধানে মণিপুরে যে হিংসা ও অস্থিতিশীলতা বিরাজ করছে তার জন্য তাঁরা তাকে দায়ী করেছে।
বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে, তিনি অশান্তি নিয়ন্ত্রণ করতে এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অবিলম্বে বরখাস্ত করার দাবী জানিয়ে অভিযোগ করেন যে তিনি মণিপুরকে ‘‘অরাজকতা ও হতাশার অবস্থায়’’ ঠেলে দিয়েছেন।
মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা না আসা পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইন্ডিয়া ব্লক। তাঁরা বলেছেন, ‘‘এটা শুধু সুশাসনের সংকট নয়। এটা বিজেপি সরকারের নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মণিপুরের ঐক্যের পুনর্গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাব’’।
India Bloc
শাহ’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ ইন্ডিয়া ব্লকের
×
Comments :0