Sam Pitroda

ইভিএম ঘিরে সতর্কতা বিশেষজ্ঞ কংগ্রেস নেতার

জাতীয়

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন টেলিকম বিশেষজ্ঞ এবং কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। পিত্রোদাকে অভিবাসী ভারতীয়দের মধ্যে প্রচারের দায়িত্ব দিয়েছে কংগ্রেস।
বৃহস্পতিবার পিত্রোদা বলেছেন, ইভিএম’র সঙ্গে সম্পর্কিত একাধিক সমস্যা রয়েছে। সেগুলির সমাধান হওয়া উচিত। না হলে ২০২৪’র লোকসভা ভোটে সুবিধা নেবে বিজেপি। 
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়াদে দেশে টেলি যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনায় যুক্ত ছিলেন প্রযুক্তিবিদ পিত্রোদা। ইভিএম কারচুপি নিয়ে লাগাতার বিভিন্ন বিরোধী দল অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। তবে কমিশনের তরফে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। 
পিত্রোদা বলেন, এই নির্বাচন হবে ভারতের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। 
সম্প্রতি পিত্রোদা আপত্তি জানিয়েছেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্বের তৎপরতায়। তাঁর ক্ষোভ, সংবাদমাধ্যমও অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে পুরো বিষয়টিতে।
পিত্রোদা বলেন, অযোধ্যায় রামমন্দির নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি মন্দিরের বিরোধী নন। কিন্তু ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। তাকে ব্যবহার করে রাজনৈতিক ফয়দা তোলা অনুচিত।

Comments :0

Login to leave a comment