মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু করলো ভারত। আমনজ্যোৎ কৌর ও দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরমেন্স জয়ের ভিত্তি গড়ে দেয়।
প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয় শুরু হয় ভারতের। মাত্র ১২৪ রানের ৬ উইকেট হারিয়েছিল তারা। প্রতিকা রাওল (৩৭), হার্লিন দেওল(৪৮) ও হরমনপ্রীত কৌর (২১) ক্রিজে সেট হয়েও প্যাভিলিয়নে ফিরে আসেন। শেষ পর্যন্ত আমনজ্যোৎ (৫৭) , দীপ্তি (৫৩) ও স্নেহ রানার (অপরাজিত ২৮) ব্যাটিং ভারতকে ৮ উইকেটে ২৬৯ রানে পৌঁছে দেয় । শ্রীলঙ্কার হয়ে ইনকা রণবিরা চার উইকেট নেন। বৃষ্টির কারণে খেলা দেরি করে শুরু হয়। ওভার কমে ৪৭ করা হয়। ডাকওয়র্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৭১।
১৪.৫ ওভার পর্যন্ত শ্রীলঙ্কা যেভাবে খেলছিল তাতে ভারতের সামনে বিপুল চাপ সৃষ্টি হয়। ওই সময় তাদের রান ছিল এক উইকেটে ৮২। চামারি আতাপাত্তু (৪৩) ও হর্ষিতা সমরবিক্রমে (২৯) ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধ্বস নামে। এরপর নীলাক্ষী ডি' সিলভা (৩৫) ছাড়া আর কেউ রান পাননি। শেষ পর্যন্ত ৪৫. ৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দীপ্তি ৫৪ রানে ৩ উইকেট নেন। স্নেহ রানা এবং শ্রী চরণী দু'টি করে উইকেট পান। আমনজ্যোৎ, প্রতীকা ও ক্রান্তি গৌড় একটি করে উইকেট পান। ৫৯ রানে জয়ী হয় ভারত।
Women's World Cup 2025
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেয়েরা

×
Comments :0