Women's World Cup 2025

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেয়েরা

খেলা

মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু করলো ভারত। আমনজ্যোৎ কৌর ও দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরমেন্স জয়ের ভিত্তি গড়ে দেয়।
‎‎প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয় শুরু হয় ভারতের। মাত্র ১২৪ রানের ৬ উইকেট হারিয়েছিল তারা।  প্রতিকা রাওল (৩৭), হার্লিন দেওল(৪৮) ও হরমনপ্রীত কৌর (২১) ক্রিজে সেট হয়েও প্যাভিলিয়নে ফিরে আসেন। শেষ পর্যন্ত আমনজ্যোৎ (৫৭) , দীপ্তি (৫৩) ও স্নেহ রানার (অপরাজিত ২৮) ব্যাটিং ভারতকে ৮ উইকেটে ২৬৯ রানে পৌঁছে দেয় । শ্রীলঙ্কার হয়ে ইনকা রণবিরা চার উইকেট নেন। বৃষ্টির কারণে খেলা দেরি করে শুরু হয়। ওভার কমে ৪৭ করা হয়। ডাকওয়র্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৭১। 
‎‎১৪.৫ ওভার পর্যন্ত শ্রীলঙ্কা যেভাবে খেলছিল তাতে ভারতের সামনে বিপুল চাপ সৃষ্টি হয়। ওই সময় তাদের রান ছিল এক উইকেটে ৮২। চামারি আতাপাত্তু (৪৩) ও হর্ষিতা সমরবিক্রমে (২৯) ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধ্বস নামে। এরপর নীলাক্ষী ডি' সিলভা (৩৫) ছাড়া আর কেউ রান পাননি। শেষ পর্যন্ত ৪৫. ৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দীপ্তি ৫৪ রানে ৩ উইকেট নেন। স্নেহ রানা এবং শ্রী চরণী দু'টি করে উইকেট পান। আমনজ্যোৎ, প্রতীকা ও ক্রান্তি গৌড় একটি করে উইকেট পান।  ৫৯ রানে জয়ী হয় ভারত।

Comments :0

Login to leave a comment