India vs England Test Series

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৫৩৬ রান

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

এজবাস্টনের মাটিতে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ফের একবার শতরানের গণ্ডি পার করলেন শুভমন গিল। টেস্টে নিজের অষ্টম শতরান করে বিরাটের রেকর্ড ভাঙার পর ৪২৭ করে ডিক্লেয়ার দিল ভারত। ৬ উইকেট খুইয়ে ভারতের স্কোর ৪২৭ । ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন মোট ৬০৮ রান। গিল ১৬২ বলে ১৬১ করা ছাড়াও ঋষভ পন্থ করেন ৫৮ বলে ৬৫ রান। ১১৮ বলে ৬৯ করেন জাদেজা। ইংল্যান্ডের শোয়েব বশির 2টি , জশ টাং ২টি উইকেট নেন। ১ টি করে উইকেট নেন কার্স ও জো রুট। বিরতির পর দ্বিতীয় ইনিংসে পাহাড়প্রমাণ চাপ নিয়ে খেলতে হবে ইংরেজদের। কারণ সামনে লক্ষ্য ৬০৮ রান। দুই শক্তিশালি ব্যাটার জো রুট ও বেন ডাকেট। ১৫ বলে ২৫ করেন ডাকেট। ১৬ বলে ৬ করে আউট হন রুট। বর্তমানে ক্রিজে রয়েছেন পোপ ( ২৪ রান) ও হ্যারি ব্রুক ( ১৫ রান ) ।

Comments :0

Login to leave a comment