এজবাস্টনের মাটিতে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ফের একবার শতরানের গণ্ডি পার করলেন শুভমন গিল। টেস্টে নিজের অষ্টম শতরান করে বিরাটের রেকর্ড ভাঙার পর ৪২৭ করে ডিক্লেয়ার দিল ভারত। ৬ উইকেট খুইয়ে ভারতের স্কোর ৪২৭ । ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন মোট ৬০৮ রান। গিল ১৬২ বলে ১৬১ করা ছাড়াও ঋষভ পন্থ করেন ৫৮ বলে ৬৫ রান। ১১৮ বলে ৬৯ করেন জাদেজা। ইংল্যান্ডের শোয়েব বশির 2টি , জশ টাং ২টি উইকেট নেন। ১ টি করে উইকেট নেন কার্স ও জো রুট। বিরতির পর দ্বিতীয় ইনিংসে পাহাড়প্রমাণ চাপ নিয়ে খেলতে হবে ইংরেজদের। কারণ সামনে লক্ষ্য ৬০৮ রান। দুই শক্তিশালি ব্যাটার জো রুট ও বেন ডাকেট। ১৫ বলে ২৫ করেন ডাকেট। ১৬ বলে ৬ করে আউট হন রুট। বর্তমানে ক্রিজে রয়েছেন পোপ ( ২৪ রান) ও হ্যারি ব্রুক ( ১৫ রান ) ।
India vs England Test Series
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৫৩৬ রান

×
Comments :0