প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম দিকে কেরালায় করোনার নতুন প্রকরন হানা দিলেও ধীরে ধীরে তাবিভিন্ন রাজ্যে ছড়াতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪০৫৪।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেরালায় মৃত্যু হয়েছে একজনের। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪.৫০ কোটি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫.৩৩ লক্ষ মানুষের।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা মোকাবিলায় যেই প্রতিষেধক গুলো ব্যবহার করা হচ্ছে বা হয়েছে তা এই নতুন প্রকরনের মোকাবিলায় সক্ষম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ২২০.৬৭ কোটি ডোজ প্রতিষেধক দেওয়া হয়েছে।
Comments :0