Covid Surge

দেশজুড়ে কিছুটা কমল সংক্রমণের সংখ্যা

জাতীয়

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার ভারতে একদিনে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সামান্য হ্রাস পেয়েছে এবং আগের দিনের ৮৪১ জনের তুলনায় ৬৩৬টি নতুন সংক্রমণ হয়েছে। দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় আরও ৮৫টি কেস রিপোর্ট হওয়ার পরে সক্রিয় কেসলোড বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৯৪। সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, কেরালায় দু'জন ও তামিলনাড়ুতে একজনের মৃত্যুর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৩,৩৬৪ জনে।
মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন, যার ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪৪ কোটি (৪,৪৪,৭৬,১৫০)। জাতীয় সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১.১৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

Comments :0

Login to leave a comment