গত শুক্রবার এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সাক্ষী থাকল এক বিধ্বংসী ভারতীয় বোলারের। মহম্মদ সিরাজ এদিন বল হাতে যেন এক একটা বর্শা ছুড়ছিলেন সিরাজ। সেই বর্শার বানে বিদ্ধ হচ্ছিলেন ইংরেজ ব্যাটাররা। মাত্র ৭০রান দিয়ে মোট ৬টি উইকেট নিয়েছেন সিরাজ। ৬ উইকেট নেওয়ার এই রেকর্ডে তিনি জায়গা করে নিয়েছেন কপিল দেব , চেতন ও ইশান্ত শর্মার মত কিংবদন্তিদের সঙ্গে। এজবাস্টনের এই মাটিতেই ১৯৭৯তে ১৪৬ রান দিয়ে ৫ উইকেট নেন কপিল দেব। ১৯৮৬তে চেতন শর্মা এজবাস্টনে টেস্টে ৫৮রান দিয়ে মোট ৬টি উইকেট নিয়েছিলেন। ২০১৮তে ইশান্ত শর্মা ৫১রান দিয়ে ৫উইকেট নিয়েছিলেন। তবে সিরাজই প্রথম ভারতীয় পেসার যিনি ১৯৯৩-র পর এই মাঠে টেস্টে ৬ উইকেট নিলেন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ( ১৫৮ ) ও জেমি স্মিথের ( ১৮৪ ) ৩০৩ রানের দুরন্ত পার্টনারশিপ ভাঙলেন এই সিরাজই । তাঁর দৌলতেই ৪০৭ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বুমরার মতো একজন অভিজ্ঞ বোলার না থাকা সত্ত্বেও উইকেট শিকারের দায়িত্ব যেন একার কাঁধে তুলে নিয়েই সিরাজ এক নতুন মাইলফলক গড়লেন এজবাস্টনের ২২গজে। বর্তমানে ১ উইকেট হারিয়ে ৬৪ রান করে মোট ২৪৪রানে এগিয়ে রয়েছে ভারত। ক্রিজে রয়েছেন কেএল রাহুল ( ২৮ রান ) ও করুণ নায়ার ( ৭রান ) ।
India vs England Test Series
কপিল দেব , চেতন ও ইশান্তদের সঙ্গে একাসনে সিরাজ

×
Comments :0