মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভারতীয় ছাত্রের মৃত্যু। গত ২৯ অক্টোবর জিমে ওই ছাত্রের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বুধবার হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন বরুন রাজ পুচা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ছাত্রের মৃত্যুর কথা জানানো হয়েছে।
এই ঘটনায় ২৪ বছর বয়সী জর্ডন আনদ্রাদে নামে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত এই যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরুন এবং জর্ডন দুজন দুজনের সাথে আগে কখনও কথা বলেননি। জর্ডন পুলিশের কাছে দাবি করেছেন যে তিনি জানতে পেরেছিলেন যে বরুন তার ওপর হামলা করতে পারে। সেই কথার ভিত্তিতে ওই ছাত্র ওপর এই ভয়ঙ্কর আক্রমণ তিনি করেছেন।
কি থেকে কি হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তে নেমে পুলিশ। ভারতীয় ছাত্রই বা কেন তাকে আক্রমণের কথা ভাববেন এবং ধৃত যুবকই বা কে হঠাৎ করে প্রাণঘাতি কক্রমণ করবেন গোটাটা খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারিদের পক্ষ থেকে।
Comments :0