Jadavpur University student

বাড়ি ফেরার পথে আত্মঘাতী যাদবপুরের পড়ুয়া

রাজ্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ইনজিয়ারিং পড়ুয়ার আত্নহত্যার খবর পাওয়া গেছে। ২০ বছর বয়সী ওই পড়ুয়ার বাড়ি বাঁকুড়ায়। মঙ্গলবার রাতে তার মায়ের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই পড়ুয়া। বুধবার সকালে মৃত পড়ুয়ার দেহ উদ্ধার করে জিআরপি। ইতিমধ্যে লোকাল থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।   
ওই মৃত পড়ুয়ার নাম সোহম পাত্র। যাদবপুর বিস্ববিদ্যালয়ের প্রিন্টিং এনজিয়ারিং এর তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন। সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই পড়ুয়া এবং তার মা হাওড়া-আদ্রা রানী শিরোমনি প্যাসেঞ্জের ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি যখন কাঁসাই হল্ড এবং মেদিনীপুর স্টেশনে মাঝামাঝি ছিল সেই সময় ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকালে নদীতে ভেসে ওঠে ওই পড়ুয়ার দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
মৃতের পরিবার দাবি করেছে , এই আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ, তবে রাগিং এর কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে। পুলিশ অনুমান করছে মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হন ওই পড়ুয়া।

Comments :0

Login to leave a comment