রবিবার ভোরে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় দুই পুলিশ কর্মীকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া গেছে, পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, ‘‘ অনুমান করা হচ্ছে সহকর্মীকে খুন ও তার পর আত্মহত্যার ঘটনা। নিহত পুলিশ সদস্যরা উত্তর কাশ্মীরের সোপোর থেকে জম্মু অঞ্চলের রিয়াসি জেলার সাবসিডারি ট্রেনিং সেন্টার (এসটিসি) তালওয়ারায় যাচ্ছিলেন।’’
উধমপুরের সিনিয়র পুলিশ সুপার আমোদ অশোক জানিয়েছেন, ‘‘সকাল সাড়ে ছটা নাগাদ উধমপুরের রেহেম্বল এলাকায় কালী মাতা মন্দিরের কাছে একটি পুলিশ ভ্যানের ভিতরে পুলিশদের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।’’
পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, রেহেম্বল থানার পুলিশ এদিন সকাল সাড়ে ছটা নাগাদ এই ঘটনার খবর পায়। জানা যায় যে সোপোর থেকে দুই পুলিশ কর্মী একটি গাড়িতে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়ির মধ্যে সহকর্মীকে খুন ও তার পর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশ কর্মী। একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আধিকারিকার ঘটনাস্থলে পৌঁছেছেন। এই দুই পুলিশ সদস্য অন্য একজন সহকর্মীর সাথে উত্তর কাশ্মীরের সোপোর থেকে জম্মু অঞ্চলের রিয়াসি জেলার সাবসিডারি ট্রেনিং সেন্টার (এসটিসি) তালওয়ারায় যাচ্ছিলেন যখন ঘটনাটি ঘটেছিল। সকাল সাড়ে ৬টা নাগাদ উধমপুরের রেহেম্বল এলাকায় কালী মাতা মন্দিরের কাছে একটি পুলিশ ভ্যানের ভিতরে ওই দুই পুলিশের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ বিবৃতিতে জানিয়েছে এই ঘটনায় চালক কনস্টেবল ও একজন হেড কনস্টেবল মারা গেছেন। একজন সিলেকশন গ্রেড কনস্টেবল, যিনি গাড়িতে ছিলেন তিনি অক্ষত অবস্থায় পালিয়ে গেছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Jammu and Kashmir
দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার উধমপুরে
×
Comments :0