সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে ঝাড়খণ্ডের এক ছাত্রকে বুধবার উত্তরপ্রদেশে আটক করা হয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ছাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিল, 'পুলওয়ামার মতো হামলা শীঘ্রই ঘটতে চলেছে।'
এই ঘটনায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টুইট পোস্টে সাহারানপুর পুলিশ নিশ্চিত করেছে যে ছাত্রটিকে আটক করা হয়েছে এবং একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।
Comments :0