SFI DYFI BOOKSTALL

কলকাতায় ছাত্র-যুব বুকস্টল উদ্বোধন কমলেশ্বরের

কলকাতা

মনের বিকাশ ঘটাতে হবে। জ্ঞানের আলো উন্মোচিত করতে হবে। আর এই উন্মোচনের জন্যই দরকার বই। আমহার্স্ট স্টিটে এসএফআই এবং ডিওয়াইএফআই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির বুক স্টল ‘বই’ঠকখানা’-র উদ্বোধন করে এ কথাই বললেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি। 
রবিবার বুক স্টলের উদ্বোধনে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, ডিওয়াইএফআই কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বিকাশ ঝা, এসএফআই'র প্রাক্তন নেতা ইন্দ্রজিৎ ঘোষ, অর্জুন রায় সহ এলাকার গণ-আন্দোলনের নেতৃবৃন্দ। 
দীপাবলিতে গোটা কলকাতা জুড়ে মোট ১২টি বুক স্টল করছেন ছাত্র-যুবরা। শনিবার আমহার্স্ট স্টিট পোস্ট অফিসের পাশেই দীপাবলি বুক স্টলের উদ্বোধন করেছেন এসএফআই’র প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। রবিবার আমহার্স্ট পদ্ম রেস্টুরেন্টের কাছে এসএফআই-ডিওয়াইএফআই উদ্যোগে বুক স্টল শুরু হলো। এই বুক স্টল চলবে আগামী সোমবার পর্যন্ত। প্রথম দিনই ছাত্রদের উদ্যোগে ম্যাগাজিন ‘ব্যারিকেড’ প্রকাশিত হয়েছে। এছাড়াও গান, গল্প, আড্ডা ইত্যাদি থাকছে এই বুক স্টলে।
কমলেশ্বর মুখার্জি বলেন, "জানার উৎস দু’টি। এক, জীবনের অভিজ্ঞতা। দুই, শিল্প-সংস্কৃতি এবং বই। কিন্তু বর্তমানে দক্ষিণপন্থীরা ভুল প্রচারের মাধ্যমে আমাদের মনের বিকাশকে রুখতে চাইছে। যে জ্ঞান আহরণ করছি, তা কি নিরপেক্ষ? নাকি বিকৃত প্রচার মাধ্যমে আমাদের যা হাজির করা হচ্ছে আমরা গ্রহণ করছি? এই ফারাক বুঝতে হবে। দক্ষিণপন্থীদের এই সংস্কৃতিক ও অর্থনৈতিক আক্রমণ গোটা পৃথিবীর মতো আমাদের দেশ ও রাজ্যেও হচ্ছে। এই সময়ে আমাদের উচিত বিকল্প সংস্কৃতি নিয়ে পড়াশোনা করা এবং মতাদর্শগতভাবে শানিত হওয়া। যার জন্যই বামপন্থীরা বরাবরই বইকে বিশেষ গুরুত্ব দিয়ে আসেন। আমি ছাত্র যুবদের শুভেচ্ছা জানাচ্ছি। তাঁদের এই প্রয়াস চলতে থাকুক।"
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "গোটা রাজ্য জুড়ে শারদীয়া ও দীপাবলি উৎসবের সময় এই ধরনের বুক স্টল করে থাকে ছাত্র-যুবরা। কলকাতায় প্রায় বারোটি বুক স্টল হচ্ছে। উত্তর ২৪ পরগনা জুড়ে দশটির বেশি বুক স্টল হচ্ছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলাতে বুক স্টল করছে ছাত্র-যুবরা। এই বুক স্টল গুলির মাধ্যমে আমরা বিকল্প স্বর, বিকল্প সংস্কৃতি, বিকল্প শিক্ষা ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে চাইছি। যে ভয়াবহতার মধ্য দিয়ে আমরা চলছি তা পেরিয়ে কিভাবে আমরা একসাথে নতুন করে বাঁচতে পারি তারই চেষ্টা এবং পরিকল্পনা এই বুক স্টল গুলির মাধ্যমে আমরা করি।"

Comments :0

Login to leave a comment