deaths due to crowd pressure in Delhi

সরকারের অকর্মণ্যতা, দিল্লিতে ভিড়ের চাপে মৃত্যু প্রসঙ্গে বললেন কারাত, চক্রবর্তী

জাতীয়

প্ল্যাটফর্মে তো যাত্রীরা ঢুকেছিলেন টিকিট কেই। রেল তো বুঝতেই পারছিল ভিড় কতটা। তখন কেন ব্যবস্থা নিল না? 
দিল্লিতে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ যাত্রীর মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। 
২৯ জানুয়ারি এলাহাবাদ বা প্রয়াগরাজ পদপিষ্ট হন বহু মানুষ। সরকারি খাতায় মৃতের সংখ্যা ৩০ হলেও বেসরকারি মতে ৭০’র বেশি। শতাধিক মানুষ নিখোঁজ থাকার অভিযোগ উঠলেও কোনও তালিকা প্রকাশ করেনি উত্তর প্রদেশের বিজেপি সরকার। বরং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ভিভিআইপি-দের নিয়ে গিয়ে আড়াল করার চেষ্টা হয়েছে মর্মান্তিক কাণ্ডকে।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, প্রতিদিন দুর্ঘটনা। আগুন, পদপিষ্ট হওয়ার ঘটনা। রেল স্টেশনে ১৮ জন মারা গেলেন। অব্যবস্থার চূড়ান্ত। রেলও অপদার্থতার পরিচয় দিয়ে চলেছে। একদিকে কুম্ভমেলা, আরেকদিকে নয়াদিল্লি স্টেশন, সব মিলিয়ে ভয়াবহ অব্যবস্থা।


কারাত বলেন, সরকার জানত কত ভিড় হবে। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই জানত। বস্তুত সরকারি স্তর থেকেই তো কুম্ভমেলা ঘিরে বিপুল মাত্রায় প্রচার চালানো হয়েছিল। তা’হলে দর্শনার্থীদের জন্য বন্দোবস্ত রাখা হলো না কেন। চূড়ান্ত অকর্মণ্যতা দেখা যাচ্ছে সরকারি স্তর থেকেই। পরপর এমন ঘটনা মর্মান্তিক। প্রতিটি পরিবারকে সমবেদনা জানাচ্ছে সিপিআই(এম)।
চক্রবর্তী এক প্রশ্নে বলেছেন, হিন্দুত্ব ধর্ম না। হিন্দুত্ব একটি রাজনৈতিক প্রকল্প। ধর্মবিশ্বাস তো আলাদা। হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতিতে ক্ষমতায়ণের প্রচেষ্টা হিন্দুত্ব।

Comments :0

Login to leave a comment