মধ্য প্রদেশের পথে রওনা হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে ‘আপ’ প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তিনি। এদিনই ইডি তাঁকে জেরার জন্য তলব করেছিল। কেজরিওয়াল তলবে সাড়া দিলেন না।
দিল্লিতে আবগারি কেলেঙ্কারির অভিযোগে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। একাংশের ধারণা, ইডি এবার আদালতে গিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারির আবেদন জানাতে পারে। আদালতে পরোয়ানা জারি করলে হাজির হতে হবে কেজরিওয়ালকে। দিল্লির ‘আপ’ সরকারের আবগারি নীতিতে অবৈধ লেনদেনের অভিযোগে ইডি হেপাজতে রয়েছে কেজরিওয়ালের সহযোগী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আপ সাংসদ সঞ্জয় সিং-কেও হেপাজতে নিয়েছে ইডি। ‘আপ’ বলেছে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি সরকার। কোনও প্রমাণ জোগার করতে পারেনি তল্লাশি চালিয়েও। রাজনৈতিক উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে।
দিল্লিতে সরকারি দোকানেই কেবল মদ বিক্রি হতো। কেজরিওয়াল সরকারের প্রস্তাবিত নীতিতে বেসরকারি ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হয়। বিষয়টি নিয়ে হইচই হলে যদিও নীতি বাতিলও করে ‘আপ’ সরকার। ইডি’র অভিযোগ, লাইসেন্স দেওয়ার সময় ‘আপ’ নেতা এবং মন্ত্রীরা ঘুষ নিয়েছেন।
এদিনই দিল্লিতে দলের দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন ‘আপ’ নেতা এবং দিল্লির মন্ত্রী গোপাল রাই। তিনি বলেছেন, ইডি’র সমনের জবাবে পালটা চিঠি পাঠিয়েছেন অরবিন্দ কেজরিয়াল। তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ডাকা হচ্ছে না ‘আপ’ নেতা হিসেবে, তা স্পষ্ট নয় ইডি’র সমনে। তিনি সন্দেহভাজন নাকি তদন্তে সাক্ষী, তা-ও স্পষ্ট নয়। ইডি’র জবাব পৌঁছায়নি । ইডি জবাব দেওয়ার আগে ব্যাখ্যা দিতে নেমে পড়েছে বিজেপি’র মুখপাত্র।
Comments :0