SIR Maldaha

এসআইআর: মালদহে ডিএম অফিস অভিযান কাল

জেলা

মালদহে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি আয়োজিত সহায়তা শিবির। ছবি: উৎপল মজুমদার

এসআইআর’র মাধ্যমে স্বচ্ছ, নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে সোমবার মালদহের ডিএম দপ্তর অভিযানের ডাক দিয়েছেন বামপন্থীরা। 
বামপন্থী দলগুলি বলেছে, পরিকল্পনা করে ভয়-ভীতি, আশঙ্কার পরিবেশ তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। নিরপেক্ষ ও মানবিক ভূমিকা পালন করতে হবে। প্রতিটি যোগ্য ভোটারের নাম ভোটার তালিকায় রাখতে হবে। 
সেই সঙ্গে দাবি করা হয়েছে যে মালদহ জেলার বিভিন্ন প্রান্তে শাসক দলের নেতা মন্ত্রীদের একাংশ  সরকারি জমি ও ওয়াকফ সম্পত্তি দখল করে বিক্রির চেষ্টা করছে। প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।  সোমবার দুপুরে ডিএম অফিস অভিযানে যোগ দেবেন প্রবীণ  সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র, ফরওয়ার্ড ব্লক নেতা বিভাস চক্রবর্তী, আরএসপি নেতা চন্দ্রশেখর দেবনাথ, সিপিআই নেতা সৈকত গিরি, সিপিআই(এম-এল) লিবারেশন নেতা মলয় তেওয়ারি প্রমুখ। 
মালদহ শহরের রথবাড়ি মোড়ে জমায়েত করে বিভিন্ন পথ ঘুরে জেলা শাসকের দপ্তরের কাছে সভা হবে।

Comments :0

Login to leave a comment