বামপন্থী দলগুলির ডাকে গোটা বিশ্বের সঙ্গে ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল কলকাতায়। ধর্মতলা থেকে শুরু হবে মিছিল। এর মধ্যেই এসেছেন বহু মানুষ। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, বিমান বসু আমরা প্যালেস্টাইনের ওপর হামলার নিন্দা করি। ভারতের স্বাধীন বৈদেশিক নীতির পক্ষে আমরা কথা বলি। আজকের মিছিল তার জন্য। সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, সারা পৃথিবী জুড়ে শান্তির পক্ষ আজকের দিনে মিছিল হয়। মানুষ শান্তি চায়। কিন্তু সাম্রাজ্যবাদীরা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চ্যাটার্জি বলেন, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে কলকাতা সব সময় নেতৃত্ব দিয়েছে। এই শহর শান্তির পক্ষে। শান্তির পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে।
সিপিআই(এম-এল) লিবারেশনের অতনু চক্রবর্তী বলেন, আজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফের কলকাতা গর্জে উঠবে। আমরা ম্যাকনামারা কে কলকাতায় ঢুকতে দিনি। গাজায় আজ হত্যা লীলা চালানো হচ্ছে। এসইউসিআই নেতা তরুণ মন্ডল বলেন,ভারত সরকার যে ভাবে পুঁজিবাদের পক্ষে দাঁড়িয়েছে তাকে ধিক্কার জানাই। আরএসপি নেতা মৃন্ময় সেনগুপ্ত বলেন,পুঁজির সংকট যত বাড়ছে যুদ্ধ,যুদ্ধ জিগির আরো বাড়ছে। প্রাকৃতিক সম্পদ দখল করার জন্য এই যুদ্ধ জিগির। পুঁজির আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই।দেখুন সরাসরি:
Comments :0