Lok Sabha Election 2024

ভিক্টরের প্রচার মিছিলে জনস্রোত

রাজ্য লোকসভা ২০২৪

ভিক্টরের সমর্থনে মিছিল ইসলামপুরে।

বিশ্বনাথ সিংহ- রায়গঞ্জ

বামফ্রন্ট সমর্থিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ। ভিক্টর নামেই পরিচিত তিনি। তাঁর প্রচারে জনস্রোতের চেহারা নিলো ইসলামপুর। বহু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখা গেল মঙ্গলবার। ইসলামপুর পাঞ্জিপাড়া গোয়ালপোখর এলাকা। সন্তাসের আতুরঘর নামে বহুল প্রচারিত। মাটিকুণ্ডা ভদ্রকালিতেও নামে মানুষের ঢল। অধিকাংশ খেত মজুর শ্রমজীবী মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত কর্মী সমর্থক মিছিলে পা মেলান।
তিস্তার বাধ ধরে এগিয়ে চলা জন সমুদ্রের মিছিলে পা মেলান সুপ্রিতী ঘোষ মজুমদার, স্বপনগুহ নিয়োগী, সামী খান, গৌতম বর্মন, সিপিআই(এম) নেতা আব্দুল করিম, বাজিল আক্তার, তহিদুর রহমান,পঙ্কজ সিংহ, মহম্মদ ফৈয়ম আরও অনেকে। ভোটের জন্যে ঘরে ফেরা বহু পরিযায়ী শ্রমিককেরাও সোমবার মঙ্গলবার দুদিনের পৃথক পৃথক চারটে মিছিলে অংশ নিয়েছেন। 
মিছিলে অংশ নেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক আনোয়ারুল হক। তিনি বলেন, ‘‘তৃণমূল, কংগ্রেসকে ভয় পেয়েছে বলেই দিদিমনি (মমতা ব্যানার্জি) পাড়ায় পাড়ায় মিটিং শুরু করেছেন। নেতাদের চাকরি চুরি, বালি চুরি, রেশন চুরির টাকায় হ্যালিকপ্টার চড়ে ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেছেন। মোদী অমিত শাহ যা করবে তাহাই আপনাকে করতে হবে এই আপনার বিজেপি বিরোধিতা! তিনি বলেন, আট থেকে ৮০ সবাই বুঝেছে বিজেপি তৃণমূল একই পাঠাশালার ছাত্র। মিছিলে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। 
সোমবার চাকুলিয়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে ছেলেছোকরা মন্তব্যের প্রেক্ষিতে ভিক্টর বলেন, ‘‘আসলে মমতা ব্যনার্জী যথেষ্ঠই ভয় পেয়ে গেছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উনি অলিতে গলিতে ৪/৫ বার মিটিং করে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থীর পরাজয় নিশ্চিত, ওনার বিশ্বস্ত বিজেপির বিধায়ক তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যানীর জামানত জব্দ হবে’’। 
দুদিনের প্রচারে কার্যত জন সমুদ্রের চেহারা নিলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখর, চাকুলিয়া, ইসলামপুর।

Comments :0

Login to leave a comment