Vice President Election

কাল উপ রাষ্ট্রপতি নির্বাচন, প্রস্তুতি দু’পক্ষেরই

জাতীয়

‘ইন্ডিয়া’ মঞ্চের প্রার্থী বি সুদর্শন রেড্ডি।

সংখ্যার বিচারে এগিয়ে আছে বিজেপি জোট এনডিএ। তবে উপরাষ্ট্রপতি নির্বাচনে নজর থাকবে নজর থাকবে নিজেদের পক্ষের সব ভোট জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের পক্ষে পড়ে কিনা তার ওপর। 
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, উপ রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। রবিবারই সাংসদদের দেওয়া ভিডিও বার্তায় সুদর্শন আবেদন করেছেন দেশের স্বার্থ বিবেচনা করে ভোট দিতে। সংবিধান এবং গণতন্ত্রের স্বার্থকে বিবেচনায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। 
গত ১৩ আগস্ট আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নেন জগদীপ ধনখড়। তার ফলেই এই নির্বাচন। উপ রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হয়।
ভোটের ঠিক আগে ওডিশার বিজু জনতা দল (বিজেডি) ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। দু’দলই এনডিএ’র পক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন সময়। ২০২২’র উপ রাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের পক্ষে ভোট দিয়েছিল বিজেডি। তবে ভোট না দিলেও সরে যাওয়ায় জয়ের প্রয়োজনীয় সংখ্যা কমবে বলে সুবিধা হবে বিজেপি জোটের।   
উপ রাষ্ট্রপতি ভোটে সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা, থেকেই সব সাংসদ ভোট দিতে পারেন। রাজ্যসভায় মোট আসন ২৪০। সাংসদ রয়েছেন ২৩৯। লোকসভায় সাংসদ ৫৪২। তবে বিজেডি এবং বিআরএস ভোটে অংশ না নেওয়ায় হিসেবের মধ্যে থাকবেন ৭৭০ সাংসদ। গরিষ্ঠতার জন্য প্রয়োজন কমে হবে ৩৮৬।
এনডিএ’র পক্ষে সমর্থন লোকসভায় ২৯৩, রাজ্যসভায় ১২৯। মোট ৪২২। দুই কক্ষ মিলিয়ে ‘ইন্ডিয়া’-র পক্ষে রয়েছে ৩২৪ সাংসদের সমর্থন। 
দুই পক্ষই নিজেদের দিকের সাংসদদের ভোট নিশ্চিত করছে। 
সুদর্শন রেড্ডি বার্তায় বলেছেন, দেশের সেই ঐতিহ্য নিশ্চিত করা জরুরি যা পরবর্তী প্রজন্মকে শক্তি দেয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন