Bihar

কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে লড়াই বিহারে : বেবি

জাতীয়

কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মহাগাটবন্ধনের প্রার্থীরা। বুধবার একটি ভিডিও বার্তায় এমনই বললেন সিপিআই(এম)'র সাধারণ সম্পাদক এমএ বেবি।
বেবি বলেন, "গোটা দেশের মতো বিহারেও বেকারত্বের সমস্যা গুরুতর। সাধারণ মানুষের জনজীবনের অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে বেকারত্ব। বিহারের যুবক যুবতীদের হাতে কাজ নেই। আরজেডির নেতৃত্বে বাম গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যেই জোট সেই জোট বিহারের যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।" 
তিনি আরও বলেন, বিহারের মানুষ এবারের নির্বাচনে এই জোটকে সমর্থন করবে। বিহারের নির্বাচন থেকেই গোটা দেশে বিজেপির হার শুরু হবে।
বেকারত্ব, এসআইআর সহ একাধিক বিষয়কে সামনে রেখে শাসক এনডিএ শিবির কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিরোধীদের জোট। আগামী সপ্তাহে বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে চলছে প্রচার সিপিআই(এম)'র পক্ষ থেকে চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments :0

Login to leave a comment