আগামী সোমবার বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। মেরামতির জন্য সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ। পলতা জল পরিশোধন কেন্দ্রে কিছু যন্ত্রাংশ সারাই ও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। যার জন্য সমস্যায় পড়বেন উত্তর মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের সাথে উত্তর ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলের মানুষ।
কলকাতা পৌরসভা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী ১৬ ডিসেম্বর, সোমবার, সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, সকাল ৬টা পর্যন্ত টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রাখা হবে জল সরবারহ পরিষেবা। কলকাতা পৌরসভা জানিয়েছে টালায় বসানো হবে বড় ভাল্ভ, কিছু ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, এইচটি পাম্প। এছাড়াও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ নম্বর বরো থেকে ৭ নম্বর বরোর সমস্ত ওয়ার্ডে বন্ধ থাকবে টালা থেকে জল সরবরাহ। এছাড়াও জল সরবরাহ পরিষেবাবন্ধ থাকবে কসবা-সহ ৮ নম্বর বরোর কিছু অংশে । ১৭ তারিখ সকাল ৬ টা থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে।
Comments :0