Maoist Blast

রেললাইনে বিস্ফোরণ মাওবাদীদের, নিহত রেলকর্মী

জাতীয়

চক্রধরপুর ডিভিসনে রৌরকেলার কাছে রেল লাইনে বিস্ফোরণ হয়েছে। পুলিশের বক্তব্য, মাওবাদীরা এই বিস্ফোরণ করেছে। শনিবার রাতে বিস্ফোরণের জেরে কয়েক ঘন্টা ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ইতুয়া ওরাম নামে এক রেলকর্মী আহত হয়েছেন। সিআরপিএফ’র ২ জওয়ান আহত বলে জানা গিয়েছে। 
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে ওড়িশার রৌরকেল্লায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। তীব্র সতর্কতা নেওয়া হয়েছে। 
সিপিআই(মাওবাদী) ২৮ জুলাই থেকে ৩ আগস্ট ‘শহীদ দিবস’ পালনের ডাক দিয়েছে। ৩ আগস্ট, রবিবার বন্‌ধের ডাকও দিয়েছিল। 
ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র মাইকেল রাজ জানিয়েছেন রেলের চক্রধরপুর ডিভিসনে করমপাড়া এবং রেঙড়ার মাঝে হয়েছে বিস্ফোরণ। কাছের এলাকায় মাওবাদীদের পোস্টার পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তে বাড়ানো হয়েছে সতর্কতা।

Comments :0

Login to leave a comment