সোমবার কামারহাটির গ্রাহাম রোডের পাঁচমাথা মোড়ে ডিওয়াইএফআই কামারহাটি আঞ্চলিক কমিটির নেতৃত্বে মার্ক্সীয় এবং প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রর সূচনা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের ডিওয়াইএফআই প্রাক্তন নেতা সায়নদীপ মিত্র। ইসরাইলের মানবতা বিরোধী নারকীয় গণহত্যার প্রতিবাদ করে তিনি বলেন. যুদ্ধ উন্মাদ মার্কিন সাম্রাজ্যবাদের মদতে এই গণহত্যা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এগিয়ে আসার আবেদন জানান তিনি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের রাজ্য কমিটির সদস্য নূর আলম। বিক্রয় কেন্দ্রটিতে রাখা হয়েছে উর্দু , হিন্দি এবং বাংলা ভাষায় লেখা বই। সব ভাষাভাষী মানুষ সমবেত হয়েছিলেন উদ্বোধনী সভায়। প্রথম দিন থেকেই বই সংগ্রহর উৎসাহ দেখা যায়।
কামারহাটি পৌরাঞ্চলের আড়িয়াদহ - দক্ষিণেশ্বর, পূর্ব বেলঘরিয়া, দেশপ্রিয় নগদ, বেলঘরিয়া, কামারহাটি মিলিয়ে পার্টির এরিয়া কমিটির নেতৃত্বে হয়েছে ১০ টি বুক স্টল। সোমবার পূর্ব বেলঘরিয়ার তিনটি বুক চলেন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেতা ও নাট্যকার সৌরভ পালোধী।
সিপিআই(এম) বরানগর এরিয়া কমিটি ১ এবং ২ মিলিয়ে সমগ্র বরানগরে হয়েছে ১৫ টি বুকস্টল।
book Stall
মার্ক্সীয় প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রর সূচনা কামারহাটিতে

×
Comments :0